হে মহাজীবন,
এখন সত্যি কী লাভ আর কবিতার ?
পূর্ণিমার চাঁদ আজ সূর্যের চেয়েও লাল,
খুনের রঙে রাঙা টুকটুকে।
গদ্যের শুকনো প্রতিবাদ আজ চীনের প্রাচীরে বারবার ধাক্কা খেয়ে
ব্যর্থ, অব্যক্ত।
আজ আমরা সবাই রাজা নই,
রাজা প্রজায় আজ বিষম বড় বিভেদ ,
বেদানার দুটো কণা ছুড়ে দিয়ে রাজা বলে,
"চোপ !"
Note: Suddenly I have not become a poet, nor aiming to be one. The current political and economic scenario around the world, especially in India is making me perturbed....these lines are just a reflection of the unsettled mind...inspiration from three literary geniuses has been unabashedly taken.
1 comment:
khub shundor... :)
bringshu
Post a Comment