Jul 5, 2015

চুপ কর! কথা বলিস্ নে!

এত ঔদ্ধত্য সে কোথা থেকে পায়?
আজ মুখের সামনে হাততালি মেরে
কাল ক্লাসে তারই নোটস্ টুকতে চায়?


নীল সাদা রঙ ছিল তার বড়ই প্রিয়।
যে কোনো রঙের হওয়া আজ বিষম দায়
তাই সে নানা রঙে রঙিনদের ছেড়ে রঙহীনদের দলে নাম লেখায়।


আমি আজ দেখতে পেরেও অন্ধ,
শুনতে পেয়েও কালা,
বলতে পেরেও বোবা,
বুঝতে পেরেও বোকা।
কিন্তু কলমের কালি আজ রুখবে কে?

No comments: