তার নাম জানতে চেয়ো না
সে কে?
কোথায় থাকে, কি করে?
আমারও ঠিক জানা নেই.
তার দেখা পাওয়া বড় শক্ত
বছর কেটে যায়
হ্যালির ধূমকেতুর মতন
হঠাৎ করে আসে
আর মুহুর্তের মধ্যে
সব জ্বালিয়ে চলে যায়.
একদিন ক্লান্ত ভিড়ের মধ্যে থেকে
হঠাৎ একটা মুষ্ঠিবদ্ধ হাত উঠে আসে,
এক দৃঢ় কণ্ঠস্বর প্রশ্ন তোলে -
" রাজা, তোর কাপড় কোথায়?"
উত্তর মেলে না.
শুধু নুয়ে পড়া শিরদাঁড়াটা শক্ত হওয়ার সাহস পায়.
সে কে?
কোথায় থাকে, কি করে?
আমারও ঠিক জানা নেই.
তার দেখা পাওয়া বড় শক্ত
বছর কেটে যায়
হ্যালির ধূমকেতুর মতন
হঠাৎ করে আসে
আর মুহুর্তের মধ্যে
সব জ্বালিয়ে চলে যায়.
একদিন ক্লান্ত ভিড়ের মধ্যে থেকে
হঠাৎ একটা মুষ্ঠিবদ্ধ হাত উঠে আসে,
এক দৃঢ় কণ্ঠস্বর প্রশ্ন তোলে -
" রাজা, তোর কাপড় কোথায়?"
উত্তর মেলে না.
শুধু নুয়ে পড়া শিরদাঁড়াটা শক্ত হওয়ার সাহস পায়.
No comments:
Post a Comment