রেল-লাইনের ধারে আজ ও হয়ত
তার শেষ প্রতিবাদের চিত্কার
কান পেতে শুনলে, শুনতে পাওয়া যায়।
তার ক্লাসের খাতার পাতায়
নীল কালিতে লেখা তার কবিতার দুটি লাইন
আজ ও খুজলে, দেখতে পাওয়া যায়।
শুধু সেই নেই
আছে শুধু এক মলিন ছবি, এক শুকনো মালা
আর এক ফোঁটা চোখের জলের দাগ।
প্রতিবাদের সুর আজ ভুলে গেছি তাই
কবিতার খাতাকে চিতার আগুনে বিদায় জানাই।
নীল কালিতে লেখা তার কবিতার দুটি লাইন
আজ ও খুজলে, দেখতে পাওয়া যায়।
শুধু সেই নেই
আছে শুধু এক মলিন ছবি, এক শুকনো মালা
আর এক ফোঁটা চোখের জলের দাগ।
প্রতিবাদের সুর আজ ভুলে গেছি তাই
কবিতার খাতাকে চিতার আগুনে বিদায় জানাই।
No comments:
Post a Comment