আমাকে তোমাদের মনে পড়ে ?
আমি যে সে,
যে যুগে যুগে দিয়েছে অগ্নিপরীক্ষা
বিশ্বাসহীনকে বিশ্বাস করানোর অক্ষম প্রচেষ্টায় ;
যে জুয়ার দান হয়ে
লাঞ্ছিত হয়েছে বারবার কোনো সভাঘরে;
অথবা কোনো লোভীর লোলুপতায়
বাধ্য হয়েছে বেছে নিতে মৃত্যুর অগ্নিগহ্বর ;
যে করেছে কতবার নানাভাবে পার নীলমৃত্যুর পথ
তবুও সে আছে বেঁচে এক চিরন্তন সত্যের মতো ;
আমাকে তোমাদের মনে পড়ে ?
No comments:
Post a Comment