কিছু মনে করিস না তুই,
রাজনীতির উর্ধ্বে কেউ কিছু না.
রাজনীতির জন্য সব ছাড়া যায়
কোনো কিছুই রাজনীতির জন্য ছাড়া যায় না.
তাই তোর অপমান তুই দাঁত চেঁপে সহ্য করে যা.
এই মৃত শহরে
আরেক মৃত তুই ভিড় বাড়াস না
প্রতিবাদের শব্দ আর করিস না -
তোর অপমান তুই দাঁত চেঁপে সহ্য করে যা.
এই ধূসর দুনিয়ায়
রঙ ছাড়া কোনো পরিচয়পত্র পাবে না
তোর রঙহীন পরিচয় তাই আমার কাছে মূল্য পাবে না -
তোর অপমান তুই দাঁত চেঁপে সহ্য করে যা.